অনুভূতি True Story “রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে

 

রাতের নিঃশব্দ নিশ্চুপ অন্ধকার গুলো যেন একটা চেনা আওয়াজ খোঁজে ….
না শুধুই কি রাত দিনের সূর্য কোলাহল সব তো একই তাও মনটা যেন কিসের অপেক্ষা.. কলেজ ক্যান্টিনে চা ডিম টোস্ট আর বন্ধুদের সাথে আড্ডা সিনেমা হালকা ভালো লাগা এই নিয়েই তো জীবন…তাও অপূর্ণতা কিসের?
মা বাবার ভালোবাসা, ঠাম্মির আদর এইতো বেশ..
তবু মনটা কি চায়…
প্রতিবার গানের সুরেই কেন বলে বেড়ায়, “সেই তুমি কেন এত অচেনা হলে”…
এমনি সময় দেখলাম তোমায়…
প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকা ভালোলাগা ভালোবাসা গুলো যেন তোমার একটা ঝলকেই বেঁচে ওঠে অনেক দিন জল না পাওয়া গাছটা যেমন একটু জলের ছিটে পেয়েই একটু আদর যত্নতেই বেঁচে ওঠার চেষ্টা করে আমিও তোমার এক চোখের চাউনিতে বেঁচে উঠি ভালোবাসায়…
প্রত্যেকটা আঘাতে পাওয়া যন্ত্রনা গুলো যেন প্রেমের মলম পেয়ে যায়…
“কিছুই বাকি নেই সব ভুলে গেছি” বলা এই আমিটাই যেন মেতে উঠি তুমি নেশায়…
সমস্ত মন খারাপের অন্ধকার চিরে সমস্ত পাওয়া না পাওয়ার ব্যর্থতা মুছে যেন জেগে ওঠে এক আলো…
মনটা রবি ঠাকুরের কথা অনুসরণ করে বলে ওঠে
” আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
কিছুই কি নেই বাকি ?”
মনের প্রত্যেকটা কোনে একটু ধুলো পড়া এলোমেলো হয়ে পড়ে থাকা তোমার ভালোবাসায় লেখা কবিতারা যেন বলে ওঠে
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে”

Leave a Reply

Related Post

” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “

” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “ সারা জীবন ধরে মায়ের দোষ,শুনে আসা একলা মেয়েটারও একটা আত্মকথা থাকতে পারে সেটা বোঝে না অনেকেই। উচ্চ পদস্থ কর্মকর্তা বাবার মুখের

অচেনা

“অচেনা”“অচেনা”

“অচেনা“ সময়ের অন্তরালে কতটা সব কিছু ভুলে যাওয়া সম্ভব তা তো জানা সম্ভব নয় । কিন্তু কোনো জানি না আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় সময়ের অন্তরালে সময় যখন মানুষের চোখে

খুব জানতে ইচ্ছা করছে, ভালোবাসতে আমায়??

খুব জানতে ইচ্ছা করছে, ভালোবাসতে আমায়??খুব জানতে ইচ্ছা করছে, ভালোবাসতে আমায়??

খুব জানতে ইচ্ছা করছে, ভালোবাসতে আমায়?? রোজ রাতে কাজ সেরে টলতে টলতে ক্লান্ত জীর্ণ শরীরটা যখন বাড়ি ফেরে মুখে একরাশ বিরক্তি নিয়ে, ঠিক তখনই চোখ রাঙানি দিয়ে ওঠে সমস্ত না