অনুভূতি True Story কিছু ক্ষন পর রিপ্লাই এলো ” eyeliner “

কিছু ক্ষন পর রিপ্লাই এলো ” eyeliner “

কিছু ক্ষন পর রিপ্লাই এলো " eyeliner "

কিছু ক্ষন পর রিপ্লাই এলো  “eyeliner”

কিছু ক্ষন পর রিপ্লাই এলো " eyeliner "

তখন রাত ২:৪৫ ড্রেসিং টেবিলের প্ল্যানটা সবে শেষ হলো। তার সাথে কথা বলতে বলতে কিছুক্ষন চুপ করে গেছি পরের আঁকা শুরু করতে। রিপ্লাইটা পেতে দেরি হলেও সে এক অদ্ভুত কথা বললো,
কথা টা ছিল ঠিক এইরকম ” মেয়েরা চোখে কি পরে যেনো ?”
একটু অবাক হলেও উত্তর দিলাম ” কেনো? “
ততক্ষনে টিভি ক্যাবিনেট প্ল্যান শুরু করেছি, দশ মিনিটে কোনো উত্তর নেই কিন্তু যথারীতি অনলাইন দেখাচ্ছে তাকে। আমি তো ব্যাস্ত হয়েপরেছি ততক্ষনে। একটু সন্দেহে জিজ্ঞেস করলাম কেনো? কোনো উত্তর নেই ১৫ মিনিট ধরে, অনেক গুলো এসএমএস করার পর কোনো রিপ্লাই নেই ওদিকে অনলাইন দেখাচ্ছে তাকে। বড্ডো অদ্ভুত লাগল ব্যাপার টা।
কিছু ক্ষন পর রিপ্লাই এলো ” eyeliner “
আমার তখন ভীষণ রকম রাগ ভয় হিংসা সব কিছু একসাথে প্রকাশিত হচ্ছে। আঁকা বন্ধ করে তখন ভাবতে বসেছি এই রকম অদ্ভুত কথার মানে কি! তাহলে কি অন্য কেউ এলো তার জীবনে? না না এসব কি ভাবছি, ধুর, ভালোলাগে না, আমায় কোনো দিন কিনে দেয়নি, অন্য কাউকে দেওয়ার কথা ভাবছে আমায় রিপ্লাই দিচ্ছে না অন্য কারুর সাথে কথা বলতে ব্যাস্ত, আবার eyeliner নিয়ে কথা বলছে কেনো? etc. etc.
রিপ্লাই না পেয়ে সোজা রাত ৩:০০ টের সময় ফোন লাগাই তাকে। অনেক্ষন রিং বাজার পর ফোনটি ধরে ওপাশ থেকে বলে “আমি ঘুমিয়ে পরছি, good night! “
রাগ তো সীমা ছাড়িয়ে গেলো, প্রচন্ড রেগে গিয়ে তাকে Whats App থেকে ও Facebook থেকে ব্লক করে দিলাম। আঁকার তো বারোটা বেজে গেলো সব কিছু গুছিয়ে রেখে ফোন সুইচ অফ করে চার্জে লাগিয়ে রেখে দিলাম। কিছু তেই ঘুম আসল না, প্রায় জেগে কাটিয়ে দিলাম বাকি রাত। পরেরদিন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলো, উঠে চোখ মুখ ধুয়ে ফোন টা ধরে দেখি কল আসছে। প্রথম বার ধরলাম না দ্বিতীয় বার ধরলাম না। বাধ্য হয়ে তৃতীয় বার ফোন টা রিসিভ করতে সে বললো ” কি হয়েছিল কাল রাতে ? কিছুক্ষন চুপ করে থাকার পর ” উল্টে আমি জিজ্ঞেস করলাম কার সাথে কথা হচ্ছিল eyeliner নিয়ে?
সে যা বললো তাতে ভাবলে আমার লজ্জা লাগছে বুঝতে পারলাম না ঠিক কি বলবো।
সে বলল ” কাল রাতে সপ্ন দেখছিলাম eyeliner নিয়ে তারপর তোমার এসএমএস এর রিপ্লাই তে বলেফেলেছি ভুল করে, তাতে কি হয়ছে হ্যাঁ? আর মাঝরাতে ফোন করেছ কেনো? মা পাশের ঘর থেকে এসে জিজ্ঞেস করছে এত রাতে কে ফোন করছে তোকে? আমি বললাম কোম্পানি! ” আর তুমি কি যে ভাবো না সত্তি!

Leave a Reply

Related Post

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”   রাতের নিঃশব্দ নিশ্চুপ অন্ধকার গুলো যেন একটা চেনা আওয়াজ খোঁজে …. না শুধুই কি রাত দিনের সূর্য কোলাহল সব তো একই তাও

অনুভূতি

কিছু ভালোবাসায় মিলন হতে নেই।কিছু ভালোবাসায় মিলন হতে নেই।

কিছু ভালোবাসায় মিলন হতে নেই। মন চাইছে, তোমার কাছে নিজের ভালোবাসার ‌কথা জানিয়ে আত্মসমর্পণ করতে,মন চাইছে, তোমাকে আপন করে পেতে,মন চাইছে, তোমার সাথে একটিবার দেখা করতে, মন চাইছে, তোমার সাথে

” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “

” ফিরে পাওয়ার সময় ফেরেনি, বসন্ত ফিরেছে বহুবার! “ সারা জীবন ধরে মায়ের দোষ,শুনে আসা একলা মেয়েটারও একটা আত্মকথা থাকতে পারে সেটা বোঝে না অনেকেই। উচ্চ পদস্থ কর্মকর্তা বাবার মুখের