অনুভূতি True Story,Uncategorized কিছু ভালোবাসায় মিলন হতে নেই।

কিছু ভালোবাসায় মিলন হতে নেই।

অনুভূতি

কিছু ভালোবাসায় মিলন হতে নেই।

কিছু ভালোবাসায় মিলন হতে নেই।

মন চাইছে, তোমার কাছে নিজের ভালোবাসার ‌কথা জানিয়ে আত্মসমর্পণ করতে,
মন চাইছে, তোমাকে আপন করে পেতে,
মন চাইছে, তোমার সাথে একটিবার দেখা করতে,
মন চাইছে, তোমার সাথে মন খুলে কথা বলতে,
মন চাইছে, সারাদিনের ঘটে যাওয়া অজস্র খুঁটিনাটি ঘটনা, সারাদিনের জমে থাকা সমস্ত কথা দিনের শেষে তোমার সাথে ভাগ করে নিতে,
অসংখ্য কথা যা বহুদিন ধরে সবার আড়ালে মনের চিলেকোঠার জমে আছে,সেই সমস্ত কাউকে বলতে না পারা কষ্ট,রাগ, অভিমান, দুঃখ, অভিযোগ, যন্ত্রণা তথা ‌আবেগের নানা কথা তোমার সাথে ভাগ করে মন হালকা করতে চাইছি,
মন চাইছে, সমস্ত দ্বীধা, কুন্ঠাবোধ, ভয় দূরে ঠেলে সরিয়ে,‌একটিবার বলতে ‘হ‍্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি’
কিন্তু না, বলবো না আমি, আমি জানি তুমি আমার প্রস্তাবের সায় দেবে না, আমাকে প্রত‍্যাখ‍্যান করবে, তোমার থেকে প্রত‍্যাখ‍্যিত হওয়ার সেই যন্ত্রণা সহ‍্য করার মত সহ‍্যশক্তি আমার নেই।
আমার আর তোমার সম্পর্ক চিরকাল আমি আর তুমিতেই সীমাবদ্ধ থাকবে, আমি-তুমি থেকে ‘আমরা’ হওয়ার স্বীকৃতি কোনোদিনই পাবে না।
তোমাকে আমার ভালোবাসার কথা জানাতে ভয় হয়, তোমাকে হারিয়ে ফেলার ভয়,
কে জানে! তোমার প্রতি আমার ভালোবাসার কথা শুনে হয়তো তুমি আমার সাথে যোগাযোগ রাখাই বন্ধ করে দেবে।
আমি চাইনা সেটা। তোমার সম্মুখে ভালোবাসার কথা‌ নাই বা করলাম স্বীকার।
প্রকাশ্যে নাই বা ভালোবাসার ‌স্বীকৃতি পেলাম কিন্তু অপ্রকাশ্য চিরকাল তোমাকেই ভালোবাসবো। ‘কথা দিলাম’
ভালোবাসায় কাছে বা দূরে বলে কিছু‌ হয়না।
তাই কিছু জিনিষ দূর থেকেই ভালোবাসতে হয় , হাতের নাগালে পেয়ে যাওয়া সকল বিষয়ের সঠিক মূল্য দিতে সবাই পারেনা, কিছু ভালোবাসায় মিলন হতে নেই।।

 

 

Leave a Reply

Related Post

ভালোবেসে তিস্তা নাম দিয়েছিলাম।

ভালোবেসে তিস্তা নাম দিয়েছিলাম।ভালোবেসে তিস্তা নাম দিয়েছিলাম।

ভালোবেসে তিস্তা নাম দিয়েছিলাম। “বড্ড মন খারাপ ছিল আবেশের… চা এর দোকান থেকে চুপচাপ বাড়ি ফিরে চলে এলো, তারপর আর কারো সাথে কথা বলেনি সেদিন। কি জানি কি হয়েছিল! সেই

“কিছু কিছু মানুষ শুধু ভালোবাসার জন্য ‘ প্রেমিক ‘ খোঁজে না, কেউ কেউ ‘ বাবার ‘ ভালোবাসাও খোঁজে”“কিছু কিছু মানুষ শুধু ভালোবাসার জন্য ‘ প্রেমিক ‘ খোঁজে না, কেউ কেউ ‘ বাবার ‘ ভালোবাসাও খোঁজে”

কিছু কিছু মানুষ শুধু ভালোবাসার জন্য ‘ প্রেমিক ‘ খোঁজে না, কেউ কেউ ‘ বাবার ‘ ভালোবাসাও খোঁজে সব মেয়ের কাছে তার বাবা হিরো হয় না, জীবনের সব থেকে খারাপ

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”

“রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে”   রাতের নিঃশব্দ নিশ্চুপ অন্ধকার গুলো যেন একটা চেনা আওয়াজ খোঁজে …. না শুধুই কি রাত দিনের সূর্য কোলাহল সব তো একই তাও