“একমুঠো রোদ্দুরের অপেক্ষায়”

“একমুঠো রোদ্দুরের অপেক্ষায়”

এখনো আকাশে মেঘ
রোদ্দুর ওঠেনি I
হাজার হাজার ফুলের কুড়ি
এখনও ফোটেনি I
মন যা ছুঁতে চেয়েছিল হাত বাড়িয়ে
কাছে যেতেই কোথা সে গেল হারিয়ে II
বাতাস তার খবর আজও পায়নি ,
কোথায় সে গেলো বলে তো যায়নি II
আজও সে রয়েছে স্মৃতিতে ,
রয়েছে ব্যাথার গানে আর কবিতাতে II
কবে উঠবে মেঘলা আকাশে হটাৎ – সোনার রবি ?
কবে দেখা দেবে ঝিলিক দেওয়া
রোদ্দুরের ছবি II
আমি আছি আজও আশায়,
আমি আছি আজও বৃষ্টির পর
একমুঠো রোদ্দুরের অপেক্ষায় II

Leave a Reply

Related Post

“আমি ““আমি “

“আমি “ যখন থাকবো না আমি এই পৃথিবীর কোলে আমায় পড়বে তখন মনে, ছেলেবেলার খেলার ঘরের মাঝে আমার স্মৃতিটুকু থাকবে জড়িয়ে, আমার জীবন আমার স্বপ্ন থাকবে পড়ে এই জীবন সংসারের

%d bloggers like this: